শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে যেতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

হংকংকে হারিয়ে গতকাল এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট ম্যাচে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফির পর থেকে দুই দলের লড়াইটা বেশ জমছে।

এশিয়া কাপে একই গ্রুপে থাকায় বাংলাদেশ-শ্রীলংকার মাঝে আরও একটা রোমাঞ্চকর ম্যাচের প্রত্যাশা করছেন দর্শকরা। ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর মনে করেন, শ্রীলংকাকে হারাতে পারলে সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ।

তিনি বলেন, ‘আমার মনে হয় নিশ্চিতভাবে এটা (সূচি) বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। তারা একটা জয় পেয়েছে, কন্ডিশনও একটু বেশ চিনেছে। ম্যাচটা শ্রীলংকার চেয়ে বাংলাদেশের জন্য সহজ হবে।’

কন্ডিশনের কারণে ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হলেও লিটনদের একটু খোঁচাও দিয়েছেন ওয়াসিম জাফর। টি-টোয়েন্টির পরিসংখ্যানে লংকানদের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। যদিও সবশেষ জুলাইয়ে শ্রীলংকা থেকে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছেন টাইগাররা।

ওয়াসিম জাফর বলেন, ‘আমার মনে হয় আপনি কখনই বাংলাদেশকে সুপার ফোরের হিসেবের বাইরে ফেলে দিতে পারবেন না। একটু আগে যেটা বললাম তারা একটা ম্যাচ খেলেছে, কন্ডিশন সম্পর্কেও ধারণা পেয়েছে। শ্রীলংকা তাদের প্রথম ম্যাচ খেলবে। ওই ম্যাচে বাংলাদেশ যদি শ্রীলংকাকে হারাতে পারে তাহলে তারা সুপার ফোরে যেতে পারে।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.