শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজও হারলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিং-বোলিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারল সফরকারী বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকার কাছে ৯৯ রানে হারে টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডে শ্রীলংকা ৭৭ রানে এবং দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ ১৬ রানে জিতেছিল। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারল মেহেদি হাসান মিরাজের দল।

সফরের শুরুতে শ্রীলংকার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। শ্রীলংকার মাটিতে এই নিয়ে পঞ্চম ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। নিজেদের ওয়ানডেতে টানা তৃতীয় সিরিজ হার টাইগারদের। সর্বশেষ দুই সিরিজে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল টাইগাররা।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৮৫ রান করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ১২৪ রান করেন কুশল মেন্ডিস। তাসকিন ৫১ ও মিরাজ ৪৮ রানে ২টি করে উইকেট নেন। এছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন তানজিম-তানভীর ও শামীম।

জয়ের জন্য ২৮৬ রানের টার্গেটে খেলতে নেমে ২০ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৪২ রানের জুটিতে বাংলাদেশকে চাপমুক্ত করার চেষ্টা করেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। ৪টি বাউন্ডারিতে ২৮ রানে স্পিনার ওয়েলালাগের শিকার হন পারভেজ।

এরপর ক্রিজে এসে দ্রুত রান তোলার চেষ্টা করেন অধিনায়ক মিরাজ। ৪টি চার ও ১টি ছক্কায় শুরুটা ভালই করেছিলেন তিনি। কিন্তু ২৫ বলে ২৮ রান করে ওয়েলালাগের দ্বিতীয় শিকার হন মিরাজ। মিরাজ ফেরার পর এক প্রান্ত আগলে ওয়ানডে ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি তুলে নেন হৃদয়। কিন্তু হাফ-সেঞ্চুরির পর চামিরার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ৫১ রানে থামেন হৃদয়।

দলীয় ১৫৩ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে হৃদয়ের আউটের পর লড়াই করতে পারেনি বাংলাদেশ। ৩৯.৪ ওভারে ১৮৬ রানে অলআউট হয় টাইগাররা। শেষদিকে জাকের আলির ২৭ রানে হারের ব্যবধান কমেছে বাংলাদেশের। আসিথা ও চামিরা ৩টি করে এবং ওয়েলালাগে ও হাসারাঙ্গা ২টি করে উইকেট নেন। আগামী ১০ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলংকা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.