শ্রীলঙ্কার সামনে অসহায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে-বলে একেবারেই খুঁজে পাওয়া গেল না বাংলাদেশকে। আবুধাবিতে আজ ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৩৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল লিটন দাসের দল। জবাবে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় লঙ্কানরা।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ তামিম, পারভেজ ইমন ও তাওহিদ হৃদয় এক অঙ্ক ছাড়াতে পারেননি। লিটন কিছুটা লড়াই করলেও (২৬ বলে ২৮) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষদিকে জাকের আলি (৪১*) ও শামীম পাটোয়ারির (৪২*) অপরাজিত জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান তোলে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ২ উইকেট।

জবাবে শুরুতেই কুশল মেন্ডিসকে হারালেও বড় সমস্যা হয়নি লঙ্কানদের। পাথুম নিশাঙ্কা করেন ৩৪ বলে ৫০ রান। তার সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে যান কামিল মিশারা। পরের দিকে কুশল পেরেরা ও দাসুন শানাকা দ্রুত ফিরলেও মিশারার দৃঢ়তায় অনায়াসেই জয় পায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন শেখ মেহেদী হাসান, একটি করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। এই জয়ে নেট রানরেটও বাড়িয়ে নিয়েছে শ্রীলঙ্কা (+২.৫৯৫)। দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রানরেট এখন –০.৬৫০।

সোমবার হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে মঙ্গলবারের আফগানিস্তান ম্যাচটি নকআউট হয়ে যাবে বাংলাদেশের জন্য। হারলেই সুপার ফোরের আগেই দেশে ফিরতে হবে বাংলাদেশকে। আর জিতলেও অবশ্য শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.