ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ দল হংকংয়ের জন্য অনুশীলন শুরু করেছিল ৩০ সেপ্টেম্বর থেকে। সপ্তাহ খানেক অনুশীলন হলেও হামজা না আসায় অপূর্ণতা ছিল। আজ জামালদের সঙ্গে হামজা অনুশীলন করায় বাড়তি মাত্রা যোগ হয়।
বেলা সোয়া ১১টার দিকে ঢাকায় পা রেখেছেন হামজা। ইংল্যান্ড থেকে ১২-১৩ ঘণ্টার লম্বা ভ্রমণ। তবে এসব হামাজাকে ক্লান্তিতে ফেলার জন্য যথেষ্ট নয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলে গিয়ে লাঞ্চ সারলেন। কিছু সময় বিশ্রাম নিলেন। তারপর রওয়ানা হলেন ঢাকা জাতীয় স্টেডিয়ামে, বিকেলে যে অনুশীলন।
গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এই মাঠে সর্বশেষ পা পড়েছিল হামজার। চার মাস পর আরেকটি মিশনের প্রস্তুতি হিসেবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে পা পড়লো হামজার।