ক্রীড়া প্রতিবেদক
ঈদ শেষে টার্ফে এসেই বড় ধাক্কা খেলো শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। গ্রিন ডেল্টা ইন্সুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে এবারের মৌসুমে প্রথম হারের মুখ দেখল মোহামেডান। ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব ৩-২ গোলে হারিয়েছে মোহামেডানকে। মেরিনার্সের হয়ে হ্যাটট্রিক করেছেন সবুজ।
এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনলো মেরিনার্স। মোহামেডানের ৩২ পয়েন্ট। আর মেরিনারের পয়েন্ট হচ্ছে ৩১। এর ফলে জমে উঠেছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ।
ম্যাচে অবশ্য প্রথম এগিয়ে গিয়েছিল মোহামেডান। ১৩ মিনিটে গোল করেন কোরিয়ান ঝ্যাং ঝং। ২৮ মিনিটে ম্যাচে সমতা নেন সোহানুর রহমান সবুজ। ৪৪ মিনিটে আবারো সবুজ গোল করলে ম্যাচে প্রথম লিড নেয় মেরিনার্স। ৫১ মিনিটে হ্যাটট্রিক করে মেরিনার্সকে ৩-১ গোলে এগিয়ে নেন সবুজ। তিন মিনিট পর রাসেল মাহমুদ জিমি গোল করলেও মোহামেডানের পরাজয় এড়াতে পারেন নি।