ক্রীড়া প্রতিবেদক
স্বাধীনতা কাপ ফুটবলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মোহামেডান আজ ১-১ গোলে ড্র করেছে সাইফ স্পোর্টিং ক্লাবের সাথে। প্রথমার্ধে সাইফ স্পোর্টিং এগিয়ে গেলেও ম্যাচের শেষ দিকে গোল করে সমতা আনে মোহামেডান। ম্যাচ ড্র করেও কাজে আসেনি মোহামেডানের। তাদের টপকে গ্রুপে দ্বিতীয় হয়ে সেরা আটে পৌঁছে গেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মোহামেডান ও আবাহনীর পয়েন্ট সমান চার। কিন্তু দু’দলের মুখোমুখি লড়াইয়ে সেনাবাহিনী হারিয়েছিল মোহামেডানকে। এই সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায় আর্মি ফুটবল দল। আগের ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ১-১ গোলে ড্র করে মুক্তিযোদ্ধার সাথে। এই ম্যাচের ফলাফলের পরই সাইফ স্পোর্টিংয়ের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যায়।
সি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কে শেষ আটে যাবে তারই ছিল অপেক্ষা। জয় ছাড়া কোনো বিকল্প ছিল না মোহামেডানের। শেষ পর্যন্ত মোহামেডানকে হতাশায় ডুবিয়ে বাজিমাত করে সেনাবাহিনী ফুটবল দল।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৪৫ মিনিটে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। গোল করেন সানডে। দ্বিতীয়ার্ধের নির্ধারিত ৪৫ মিনিটেও গোল শোধ করতে পারেনি মোহামেডান। এরপর যোগ করা ইনজুরি টাইমে ৯১ মিনিটের সময় ম্যাচে সমতা আনে মোহামেডান। কিন্তু রাজিবের গোলটি হয়েছে অনেক দেরি করে। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় কপাল পুড়ে মোহামেডানের। সি গ্রুপ থেকে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে গেল সাইফ স্পোর্টিং ক্লাব। আর ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ আর্মি।