সাইফের সেঞ্চুরিতে জিতলো শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

ওপেনার সাইফ হাসানের দারুন সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সপ্তম জয়ের দেখা পেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ নবম রাউন্ডের ম্যাচে শেখ জামাল ৭৩ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। এই জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে উঠলো শেখ জামাল। সমান সংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে প্রাইম ব্যাংক।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে সাইফের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৯২ রানের বড় সংগ্রহ পায় শেখ জামাল। ১২টি চার ও ৩টি ছক্কায় ১২০ বলে ১১৫ রান করেন সাইফ। প্রাইম ব্যাংকের হাসান মাহমুদ ৩ উইকেট নেন।

জবাবে ৪৪ দশমিক ১ ওভারে ২১৯ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল সর্বোচ্চ ৬৯ রান করেন। ৫৩ রানে ৪ উইকেট নিয়ে শেখ জামালের জয়ে অবদান রাখেন বাঁ-হাতি স্পিনার টিপু সুলতান।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.