ক্রীড়া প্রতিবেদক
ছয় গোলের ম্যাচেও কেউ জয়ের দেখা পায়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়েছে। এই ড্রয়ের ফলে টেবিলের সপ্তম স্থানে থেকে লিগের প্রথম পর্ব শেষ করলো সাইফ। ১১ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। অন্যদিকে সাত পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা টেবিলের দশম স্থানে। ২৬ পয়েন্ট নিয়ে সবার উপরে বসুন্ধরা কিংস।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা কেসি ও সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের ৯ মিনিটেই লিড নেয় মুক্তিযোদ্ধা। গোল করেন তেতসুয়াকি। তবে ২১ মিনিটে ম্যাচে সমতা আনে সাইফ স্পোর্টিং ক্লাব। সাজ্জাদ হোসেন শাকিলের গোলে স্কোরলাইন হয় ১-১। মুক্তিযোদ্ধা আবার ম্যাচে এগিয়ে যায় দিদারুল ইসলামের গোলে। ২৭ মিনিটে গোল করেন দিদারুল।
চার মিনিট পর আবারও ম্যাচে ফেরে সাইফ স্পোর্টিং। গোল করেন রিয়াদুল হাসান রাফি। তবে ম্যাচে এগিয়ে থেকেই বিরতিতে যায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ৩৫ মিনিটে সাইফের জালে বল জড়ান আমিনুর রহমান সজীব। বিরতি থেকে ফিরে আবারও ম্যাচে সমতা আনে সাইফ স্পোর্টিং। ৬৩ মিনিটে গোল করেন এমফোন উদো। ম্যাচের শেষ দিকে মোহাম্মদ রাজীব লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় মুক্তিযোদ্ধা। কিন্তু আর কোন গোল না হলে ছয় গোলের ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।