ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপ ফুটবলে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-৩ গোলে হারিয়েছে তারা। তবে গোলশুন্য ড্র হয়েছে চট্টগ্রাম আবাহনী ও ফর্টিস এফসির ম্যাচ। গোপালগঞ্জের শেখ ফজলুর হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ কেসির মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। ১৫ মিনিটে রবসনের গোলে এগিয়ে যায় কিংসরা। দারুণ এক গোল করেন রবসন।
৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গফোরভ। তবে দুই মিনিট পর এক গোল পরিশোধ করে মুক্তিযোদ্ধা। গোল করেন এমানুয়েল। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বসুন্ধরা কিংস। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ঘরোয়া ফুটবলের জায়ান্টরা। ৪৯ মিনিটে গোল করেন সুমন রেজা। এরপর ৮২ মিনিটে ডরিয়েলটনের গোলে বড় ব্যবধানেই ম্যাচ শেষ করার পথে হাটছিল বসুন্ধরা কিংস।
কিন্তু হঠাৎই যেন গা ঝাড়া দিয়ে উঠে মুক্তিযোদ্ধা। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ জমিয়ে তুলে তারা। ৮৬ মিনিটে গোল করেন সেলেমানি। এরপরই পেনাল্টি পায় মুক্তিযোদ্ধা। ৮৯ মিনিটে স্পট কিক থেকে গোল করেন এমানুয়েল। কিন্তু ম্যাচে আর ফিরতে পারেনি মুক্তিযোদ্ধা।