ক্রীড়া প্রতিবেদক
জয় দিয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগ শুরু করেছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। আজ শনিবার (৯ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সাধারণ বীমা কর্পোরেশন ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে অ্যাজাক্স। জয়ী দলের হয়ে অ্যাজাক্সের ভারতীয় সিলহেইবা লিশাম এবং রাকিবুল হাসান একটি করে গোল করেন। সাধারণ বীমার পক্ষে এক গোল শোধ দেন ভারতীয় আশু।
আজ খেলার ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন অ্যাজাক্সের লিশাম (১-০)। ১১ মিনিটে সমতায় ফেরে সাধারণ বীমা। পেনাল্টি কর্নার থেকে গোল করেন দলটির ভারতীয় রিক্রট আশু (১-১)। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। এ সময় দুদলই এগিয়ে যাওয়ার চেষ্টা চালায়।
তৃতীয় কোয়ার্টারের ৩৯ মিনিটে আবারো গোলের আনন্দ অ্যাজাক্সের। দারুণ এক ফিল্ড গোলে দলকে এগিয়ে নেন রাকিব (২-১)। পিছিয়ে পড়ে গোল পরিশোধের চেষ্টা চালায় সাধারণ বীমা। চতুর্থ এবং শেষ কোয়ার্টারে বেশ কিছু আক্রমণও শানায় সাধারণ বীমার খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ম্যাচে আর গোল না হওয়ায় ২-১ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাজাক্স।