সাধারণ সম্পাদক পদে চপলকে রেখে আরচ্যারী ফেডারেশনের এ্যাডহক কমিটি

ক্রীড়া প্রতিবেদক

সাধারণ সম্পাদক পদে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে রেখে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের এ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিদ্যমান নির্বাহী কমিটি ভেঙে ১৯ সদস্যের এ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এ্যাডহক কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়ন সচিব মোখলেস উর রহমান। সহ-সভাপতি দুইজন হচ্ছেন ব্রিগেডিয়া জেনারেল তুষার কান্তি চাকমা (অবঃ) ও মালিক মোহাম্মদ সাইয়িদ। যুগ্ম সম্পাদক আলমগীর কবির। কোষাধ্যক্ষ এ কে এম সহিদুজ্জামান।

এ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে আছেন তানভির আহমেদ, মাজহারুল ইসলাম, এমদাদুল হক মিলন, রুবায়েদ আহমেদ, সাইদুজ্জামান তুহিন, সোহেল রানা, রুমানা আহমেদ, রুবেল মহাজন, শিমুল আক্তার, তাহমিনা রহমান, সারোয়ার হোসেন এবং সেনাবাহিনী ও বিকেএসপি থেকে একজন করে প্রতিনিধি।

বাংলাদেশের আরচ্যারীর সাথে অতপ্রতভাবে জড়িত কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের নাম। ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তিনি। সম্প্রতি ওয়ার্ল্ড আরচ্যারীর ইলেক্টোরাল বোর্ডের সদস্য এবং ইসলামিক ও দক্ষিণ এশিয়ার আরচ্যারীর সদস্য দেশগুলোর ডেভেলপমেন্ট কনসালটেন্ট হয়েছেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। তার যোগ্য নেতৃত্বে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব অঙ্গনে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশের আরচ্যাররা।

সাংগঠনিক দক্ষতার কারণে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বাংলাদেশের সাফল্যের ধারা ধরে রাখতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে আরচ্যারীর প্রচলন ও খেলাটি জনপ্রিয় করে তুলতে বড় ভূমিকা রেখেছেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.