ক্রীড়া প্রতিবেদক
প্রচন্ড গরম। কিন্তু উপায় নেই। তার মধ্যেই চালিয়ে যেতে হবে অনুশীলন। সাফ চ্যাম্পিয়নশিপ যে দরজায় কড়া নাড়ছে। আগামী ২১ জুন ভারতের ব্যাঙ্গালুরুতে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর। আট দলের টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে বি গ্রুপে। লেবানন, মালদ্বীপ ও ভুটান গ্রুপে এই তিন প্রতিপক্ষকে সামলাতে হবে জামাল ভূইয়াদের। বাংলাদেশ একবারই সাফের শিরোপা জিতেছে। সেটা ২০০৩ সালে। এবার বাংলাদেশ কতটুকু যেতে পারবে তা সময়ই বলে দেবে। সেমিফাইনালে খেলতে হলে আগে গ্রুপের বাঁধা পেরুতে হবে। সাফে সবটুকু উজাড় করে দিয়ে খেলার কথা বলছেন মোহাম্মদ ইব্রাহিম।
সাফ শুরুর আগে অবশ্য নিজেদের পরখ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। আগামী ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে জামালরা। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ থেকে আত্নবিশ্বাস নিয়ে সাফ শুরু করার কথা জানিয়েছেন রবিউল ইসলাম।
এদিকে টুটুল হোসেন বাদশা, তপু বর্মন ও রিমন হোসেন ইনজুরিতে ছিলেন। নতুন করে ইনজুরিতে পড়েছেন রাকিব হোসেন। ইনজুরি ভাবনায় ফেলেছে বাংলাদেশ দলকে। এ নিয়ে চিন্তার কথা জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন।