ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলতে আগামী শনিবার ভারতের জামশেদপুর যাচ্ছে বাংলাদেশ দল। টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানাতে বাফুফে ভবনে আজ সংবাদ সম্মেলন হয়েছে। তিন দলের টুর্নামেন্ট। ভারত, বাংলাদেশ ও নেপাল। প্রতিটি দল একে অন্যের সাথে দু’বার করে খেলবে। পয়েন্ট টেবিলের সেরা দল হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশ সেরা খেলাটাই খেলবে বলে জানিয়েছেন অধিনায়ক শামসুন্নাহার।
বাংলাদেশের এই দলটা অনেকটাই নতুন। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই এমন পাঁচজন আছেন দলে। এছাড়া সাফ অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ী দলের ১০ জন নেই এই সাফ অনূর্ধ্ব-১৮ দলে। তবে দল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন।
সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের সাফল্য বাংলাদেশ এবারও ধরে রাখবে বলে আশাবাদী বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। আর সাফল্য পেতে বাংলাদেশ দল সর্বোচ্চ চেষ্টা করবে বলেই জানিয়েছেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত হবে টুর্নামেন্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ মার্চ নেপালের বিপক্ষে।