ক্রীড়া প্রতিবেদক
অপরাজিত থেকে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে গেল বাংলোদেশ দল। শামসুন্নাহারের হ্যাটট্রিকে ভুটানকে আজ ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ভারতকে আজ ৩-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে নেপাল।
টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল ভুটান। তাই সহজ প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম গোলের জন্য বাংলোদেশকে অপেক্ষা করতে হয়েছে ২২ মিনিট পর্যন্ত। গোল করেন আকলিমা খাতুন। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক শামসুন্নাহার।
প্রথমার্ধে আর কোন গোল হয়নি। এরপর ৫৩ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন শামসুন্নাহার। সাত মিনিট পর আবারও ভুটানের জালে বল। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন আকলিমা। এক মিনিট পর দলের পঞ্চম গোল আর হ্যাটট্রিক করেন শামসুন্নাহার। ৫-০ গোলের জয় নিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ দল।