সাফের শিরোপা জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

মোঃ শফিকুল আলম

ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ১৯ সেপ্টেম্বরকে ঐতিহাসিক বানালো সাবিনা, কৃষ্ণা রানীরা। প্রথমবারের মতো সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনালে নেপালের মাটিতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে বিজয় উল্লাস করল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের তিন গোলের দু’টিই করেছেন কৃষ্ণা রানী সরকার।

ভারতের পর দ্বিতীয় দল হিসেবে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের কৃতিত্ব দেখালো বাংলাদেশ। পুরো টুর্নামেন্টের দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালে ফেভারিট হিসেবে আবির্ভাব হয় বাংলাদেশ। ফাইনালে আসতে কোন দলই সাবিনাদের কাছে পাত্তা পায়নি। যদিও আজ ফাইনালে নেপাল চাপে রেখেছিল বাংলাদেশকে। মাঠ ভর্তি স্বাগতিক দর্শক নেপালের হয়ে গলা ফাটালেও পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে বাংলাদেশের ফুটবলে স্বর্ণালী দিন উপহার দেন সাবিনারা।  

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফের ফাইনাল ম্যাচে নেপালের বিপক্ষে ছন্দ ধরে রাখার চেস্টা বাংলাদেশের। ম্যাচের ১৪ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। মনিকা চাকমার ক্রস থেকে দারুণ এক গোল করেন শামসুন্নাহার। স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ।  ৩৬ মিনিটে দুই দুইবার বেঁচে যায় বাংলাদেশ। নেপালের ফ্রি কিক ডান দিকে ঝাপিয়ে কর্নারে রক্ষা করেন বাংলাদেশের গোলকিপার রুপনা চাকমা। এরপর জটলা থেকে সুযোগ তৈরি হয়েছিল। সেখানে গোল লাইন ক্লিয়ারেন্স বাংলাদেশের। নেপাল তো ম্যাচে সমতা আনতে পারেইনি। উল্টো আরও পিছিয়ে পড়ে। ৪২ মিনিটে ২-০ গোলে লিড নেয় বাংলাদেশ। সাবিনা খাতুনের বাড়িয়ে দেয়া বলে গোল করেন কৃষ্ণ রানী সরকার। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে আক্রমণাত্নক মেজাজে নেপাল। ৭০ মিনিটে এক গোল পরিশোধ করে  তারা। গোল করেন আনিতা বাসনেত। পুরো টুর্নামেন্টে এই একটি গোলই হজম করেছে বাংলাদেশ। স্বাগতিক দর্শকরা আশায় বুক বেধেছিলেন এই ভেবে ম্যাচে হয়তো ফিরবে নেপাল। কিন্তু তাদের হতাশ করে ৭৬ মিনিটে বাংলাদেশকে ৩-১ গোলে এগিয়ে নেন কৃষ্ণা রানী সরকার। মূলত এই গোলই নেপালকে ম্যাচ থেকে ছিটকে দেয়।

এরপর রেফারির শেষ বাশি বাজার সাথে সাথে উল্লাসে মাতে বাংলাদেশের মেয়েরা। শিরোপা ছাড়াও সব ট্রফিই জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে বাংলাদেশ। সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা দুটি পুরস্কারই পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। এছাড়া টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন বাংলাদেশের রুপনা চাকমা।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.