ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নিপে অংশ নিতে ভারত পৌছেছে বাংলাদেশ দল। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকালে কলকাতায় পৌছায় মেয়েরা। সেখান থেকে বাসে করে দীর্ঘ আট ঘণ্টা পথ পাড়ি দিয়ে জামশেদপুরে পৌছায় বাংলাদেশ দল।
এবারে সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে অংশ নিচ্ছে তিন দল। স্বাগতিক ভারত, বাংলাদেশ ও নেপাল। প্রতিটি দল একে অন্যের সাথে দু’বার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের সেরা দল হবে চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট হবে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ মার্চ নেপালের বিপক্ষে। ১৯ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এরপর ২৩ মার্চ নেপাল ও ২৫ মার্চ ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য শামসুন্নাহারদের।