ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আজ দ্বিতীয় ম্যাচ। মারিয়া মান্ডাদের প্রতিপক্ষ ভুটান। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল তিনটায়।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলেও নেপালের বিপক্ষে জিততে পারেনি। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তোহরা, শামসুন্নাহাররা। পুরো ৯০মিনিট নেপালের উপর প্রাধান্য বিস্তার করে খেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। তাই হতাশা নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
ওই ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছেন নেপালের গোলকিপার। মূলত তার কারণেই জালের ঠিকানা খুঁজে পায়নি স্বাগতিক বাংলাদেশ। নিশ্চিত দু’টি গোলের সুযোগ নষ্ট হয় স্বাগতিকদের। ম্যাচের শুরুর দিকে আখির শট গোলবারে লেগে ফিরে আসে। এরপর শেষদিকে মনিকা চাকমা যে শট নিলেন তাতে গোল না পাওয়াটা ছিল দুর্ভাগ্যের। নেপালের গোলকিপার বিশ্বমানের এক সেভ করে দলকে বিপদ থেকে বাঁচান।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছিলেন ভাগ্য সহায় না হওয়ায় তার দল জয় পায়নি। এখন প্রশ্ন হচ্ছে ভুটান বাংলাদেশকে কতটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে। ভুটান তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভুটান। তাই মানসিক দিক দিয়ে বেশ চাঙ্গা আছে ভুটানের মেয়েরা। ওই পাঁচ গোলের মধ্যে একটি অবশ্য ছিল আত্মঘাতী। ভুটানের বাকি চার গোলের দু’টি করেছিলেন পেমা।
তবে বাংলাদেশ প্রথম ম্যাচে যে ফুটবল খেলেছে তাতে জয় না পেলেও মারিয়া মান্ডারাও দারুন আত্মবিশ্বাসী। ভুটানকে হারিয়েই পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে চায় বাংলাদেশ। পাঁচ দলের এই টুর্নামেন্টে লীগ ভিত্তিতে খেলা হচ্ছে। পয়েন্ট টেবিলের সেরা দুই দল আগামী ২২ ডিসেম্বর ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।