ক্রীড়া প্রতিবেদক
আগামী ১১ থেকে ২২ ডিসেম্বর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট উপলক্ষে ফুটবল ফেডারেশন ভবনে অর্গানাইজিং কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ছয়টি উপ কমিটি করা হয়েছে।
এছাড়া পাঁচটি দল কে কোন হোটেলে অবস্থান করবে তার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। তিনি জানান, ‘দু’টি দল হোটেল এশিয়াতে থাকবে। বাকি দু’টি দল হোটেল পূর্বাণীতে ও ম্যাচ অফিসিয়ালরা ফার্স হোটেলে থাকবেন। আর বাংলাদেশ দল বাফুফের ডরমেটরীতে থাকবে। কারণ এখানেই আমাদের মেয়েরা বেশি স্বাচ্ছন্দ্যে থাকে’।
সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ ছাড়া বাকি চার দল হচ্ছে ভারত, নেপাল, শ্রীলংকা ও ভূটান। মেয়েদের বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের সাফল্য আছে অনেক। এর ধারাবাহিকতা এই টুর্নামেন্টেও থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। ‘ আমাদের অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৮ এসব দলের মেয়েরাই জাতীয় দলে খেলে থাকে। শুধু চারজন ছাড়া বাকি সবাই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলে থাকবে। জাতীয় দলের চারজন ছাড়া বাকি সবাই অনূর্ধ্ব-১৯ দলে আছে। আমাদের দলটা শক্তিশালী। দেশবাসীকে ভালো ফলাফল দিতে পারব বলে আমরা আশাবাদী’। জানিয়েছেন আমিরুল ইসলাম বাবু।
এদিকে কমলাপুর স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। তবে দর্শকদের জন্য গাইডলাইন থাকবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ‘মাঠের পুরো গ্যালারিই নির্ধারিত থাকবে না। মূল ধারণক্ষমতার ৫০ থেকে ৬০ ভাগ দর্শক গ্যালারিতে উপস্থিত থাকতে পারবে। যেহেত আন্তর্জাতিক ম্যাচ তাই দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থা থাকবে’।