সাফ অনূর্ধ্ব-১৭ ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ইমরান খান। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের অধিনায়ক। গত ৫ আগস্ট সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হারের প্রতিশোধ এবার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেয়ার কথা বলছেন ইমরান খান। অনূর্ধ্ব-১৭ এই দলটিতে ইমরানের মতো ছয়জন আছেন যারা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ খেলেছেন।

ছয় দেশ নিয়ে আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বর শ্রীলংকায় হবে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট। ‘এ’ গ্রুপে খেলবে স্বাগতিক শ্রীলংকা, মালদ্বীপ ও বাংলাদেশ। আর ‘বি’ গ্রুপে আছে ভারত, নেপাল ও ভুটান। কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাফুফে ভবনে আজ হয়েছে অনূর্ধ্ব-১৭ দলের সংবাদ সম্মেলন।

এই দলটিতে হেড কোচের দায়িত্বে আছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। তিনি জানিয়েছেন টুর্নামেন্টের প্রথম ম্যাচ স্বাগতিক শ্রীলংকার সাথে। তাই এই ম্যাচ কঠিন হবে। তবে ভালো শুরুর কথা বলছেন তিনি। বাংলাদেশ দলে টিম লিডারের দায়িত্বে মহিদুর রহমান মিরাজ। আর টিম ম্যানেজার হিসেবে যাচ্ছেন আতিকুর রহমান। ফুটবলারদের শৃঙ্খলার বিষয়ে বেশ শক্ত অবস্থানে দলীয় ম্যানেজার।

এদিকে শ্রীলংকায় অস্থিরতার কারণে এশিয়া কাপ ক্রিকেট সেখানে অনুষ্ঠিত না হলেও সাফের এই র্টুনামেন্টে আয়োজনে কোন সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে ফুটবল ফেডারেশন অব শ্রীলংকা। জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.