সাফ চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পন্সর বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পন্সর হয়েছে বাংলাদেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড। আর বাংলাদেশে সম্প্রচার সত্ত্ব কিনে নিয়েছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টসের পাশাপাশি টি স্পোর্টস অ্যাপে সরাসরি দেখা যাবে বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড সাফ চ্যাম্পিয়নশিপ।

২১ জুন থেকে ৪ জুলাই, ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশসহ ৮ দলের সাফ চ্যাম্পিয়নশিপ লড়াই। দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও নতুন দিগন্ত উন্মোচিত করলো লাল-সবুজ মানচিত্রে খেলাধুলার অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বাংলাদেশ দল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন টুর্নামেন্টের নিয়মিত পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ। তারই ধারাবাহিকতায়, বাংলাদেশ দলের সঙ্গে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টে‌ অংশ হলো বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ারম্যান সাফওয়ান সোবহান জানান, ‘শুধুমাত্র বসুন্ধরা গ্রুপ না বাংলাদেশের মানুষের জন্যই এই খবর গর্বের ও আনন্দের। আন্তর্জাতিক যেকোন টুর্নামেন্ট মানেই বিদেশী কোম্পানীর পৃষ্ঠপোষকতা, মাঠে-গ্যালারিতে তাদের সরব উপস্থিতি থাকে, বিশেষ করে ভারতীয় কোম্পানীর আধিক্য এখানে বেশি। এবার ভারতের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষক হিসেবে দেখা যাবে বাংলাদেশের কোন কোম্পানিকে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ দলকেও যা ভাল পারফরম্যান্স করতে উজ্জিবিত করবে।’

এদিকে, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে টি স্পোর্টস। এবারই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচের ধারা বিবরণী হবে বাংলা ভাষায়। খেলা শুরুর আগে এবং পরে ফুটবল বিশেষজ্ঞদের নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনাও সম্প্রচার করবে টি স্পোর্টস।

সাফ

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.