সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দিয়েছে বসুন্ধরা গ্রুপ

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেয়েদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংস ক্লাবের প্রেসিডেন্ট ও ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ইমরুল হাসান, বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সারধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফুটবল খেলেছে বাংলাদেশ দল। পুরো টুর্নামেন্টে একটি গোলও হজম করেনি বাংলাদেশ। গত ২২ ডিসেম্বর ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মারিয়া মান্ডারা।

মেয়েদের সংবর্ধনা দেয়ার পাশাপাশি আর্থিকভাবেও পুরস্কৃত করেছে বসুন্ধরা গ্রুপ। সাফের শিরোপা জয়ী দলের প্রত্যেক সদস্যকে এক লাখ টাকা দেয়া হয়। ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। বাংলাদেশ নারী ফুটবল দল যেন আর্থিক সংকটে না ভুগে সেজন্য নারী দলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থনা পরিচালক।

বসুন্ধরা গ্রুপের এই সংবর্ধনা পেয়ে দারুণ খুশি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের মেয়েরা। ভবিষ্যতেও বসুন্ধরা গ্রুপ পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন তারা। এরকম বড় স্পন্সর সঙ্গে থাকলে মেয়েদের ফুটবলে আরও উন্নতি হবে বলে মনে করেন আনাই মুগিনি, মনিকা চাকমারা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.