ক্রীড়া প্রতিবেদক
আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে বাংলাদেশ দলের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানাতে বাফুফে ভবনে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাফের এটি ষষ্ঠ আসর। আগের পাঁচটি আসরের সবকটিতেই চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ শুধু একবারই রানার্স আপ হয়েছে। সেটা ২০১৬ সালে।
ভারত এবারও ব্যাপক প্রস্তুতি নিয়ে আসছে। ব্রাজিল, সুইডেন, মেক্সিকো, চিলি, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দলের সাথেই প্র্যাকটিস ম্যাচ খেলেছে তারা। সাত দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে ভারত, মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের প্রস্তুতি ভালো বলছেন হেড কোচ গোলাম রব্বানী ছোটন।
বাংলাদেশ এবার ভালো করবে বলেই বিশ্বাস করেন অধিনায়ক সাবিনা খাতুন। একই সাথে নিজের পারফরম্যান্স নিয়েও আশাবাদী সাবিনা। সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাই বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। এদিকে বাংলাদেশের সাফল্যের জন্য দোয়া চেয়েছেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাংলাদেশ দলের টিম লিডার জাকির হোসেন চৌধুরীসহ বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।