ক্রীড়া প্রতিবেদক
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে টানা দ্বিতীয় জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় দলটি। ম্যাচটি ১০-১ গোলের বিশাল ব্যবধানে জেতে সাদা-কালোরা। ফায়জাল বিন সারি এবং দ্বীন ইসলাম ইমনের হ্যাটট্রিকে এ জয় তুলে নেয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল মোহামেডান। অপরদিকে লিগে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল ভিক্টোরিয়া। এর আগে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৬-৪ গোলের ব্যবধানে হেরেছিল দলটি।
ভিক্টোরিয়ার বিরুদ্ধে আজ দুই মালয়েশিয়ান নিয়ে মাঠে নামে মোহামেডান। তারা হলেন- ফায়জাল বিন সারি এবং ফাইজ বিন হেলমি জালি। এবারের আসরে সারি নিজের প্রথম ম্যাচেই দলকে হ্যাটট্রিক উপহার দেন। খেলার তৃতীয় মিনিটে ইমনের ফিল্ড গোলে শুরুর অগ্রগামিতা মোহামেডানের (১-০)। ১১ মিনিটে ইমনের গোলেই ব্যবধান দ্বিগুণ হয় (২-০)। ১৪ মিনিটে সারির গোলে ৩-০ তে এগিয়ে যায় সাদা-কালোরা। এরপর ১৪ ও ১৮ মিনিটে আরো গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে পঞ্চম গোলের স্বাদ দেন মালয়েশিয়ান ফায়সাল বিন সারি।
খেলার ২৫ মিনিটে শফিউল আলম শিশির ব্যবধান ৬-০ তে বাড়িয়ে নেন। ২৯ মিনিটে ডিফেন্ডার মনোজ বাবুর পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে ব্যবধান দাঁড়ায় ৭-০ গোলের। এরপর ৩৬ মিনিটে রাসেল মাহমুদ জিমির গোলে ৮-০ ব্যবধানে এগিয়ে যায় মোহামেডান। খেলার ৪৪ মিনিটে ভিক্টোরিয়াকে একমাত্র গোল উপহার দেন উল্লাস রায়। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন তিনি (৮-১)। ৪৭ মিনিটে চমৎকার এক ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিকপূর্ণ করে ইমন। মোহামেডানের গোল ব্যবধান বেড়ে দাঁড়ায় ৯-০। এরপর ৪৯ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে ম্যাচের সবশেষ গোলটি করে ভিক্টোরিয়ার কফিনে হারের শেষ পেরেক ঠুকে দেন।