ক্রীড়া প্রতিবেদক
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে আগামীকাল মহাগুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর। ডি গ্রুপে সিঙ্গাপুর, বাংলাদেশ ও তুর্কেমিনিস্তান এই তিন দল। প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে হারায় তুর্কেমিনিস্তানকে। এরপর সিঙ্গাপুর তুর্কেমিনিস্তানের বিপক্ষে জয় পায় ৭-০ গোলে। তাই গোল ব্যবধানে এগিয়ে আছে সিঙ্গাপুর।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে যেতে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। স্টেডিয়ামে উপস্থিত থেকে সিঙ্গাপুরের ম্যাচ দেখেছে বাংলাদেশ দলের সবাই। পরিকল্পনাও তৈরী হয়ে গেছে পুরো দলের। জয় দিয়েই ম্যাচ শেষ করার কথা জানিয়েছেন অধিনায়ক রুমা আক্তার ও হেড কোচ গোলাম রব্বানী ছোটন।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়। পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার জালান বিসার স্টেডিয়ামের সব টিকিটই বিক্রি হয়ে গেছে। প্রবাসী বাংলাদেশীরা গলা ফাটাবেন। দর্শক সমর্থনকে বড় ইতিবাচক হিসেবে দেখছেন দলীয় ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ও মিডফিল্ডার কাকন রানী বাহাদুর।