মোঃ শফিকুল আলম
সিঙ্গাপুর থেকে সুখবর দিল বাংলাদেশ নারী ফুটবল দল। এফসি অনূর্ধ্ব ১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়েছে ৩-০ গোলে। এর ফলে দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ দল।
বাংলাদেশের ম্যাচ উপলক্ষে সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশীদের ঢল নেমেছিল। পাঁচ হাজার দর্শক ধারণ ক্ষমতা স্টেডিয়ামের সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। প্রবাসীদের হতাশ করেনি মেয়েরা। প্রথম ম্যাচে বাংলাদেশ তুর্কেমিনিস্তানকে হারিয়েছিল ৬-০ গোলে। সিঙ্গাপুর তুর্কেমিনিস্তানকে হারায় ৭-০ গোলে। বাংলাদেশের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে ছিল সিঙ্গাপুর। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে যেতে জয় ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশের। জয়টা একেবারে সহজে ধরা দিয়েছে বাংলাদেশকে। তবে তিন গোলের দুটি এসেছে পেনাল্টি থেকে।
ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পট কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন সুরভী প্রীতি। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আবারো পেনাল্টি পায় বাংলাদেশ। ৫৫ মিনিটে স্পট কিক থেকে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন সুরভী প্রীতি। ৬৩ মিনিটে আবারো সিঙ্গাপুরের জালে বাংলাদেশের গোল। এবার গোলদাতা সুলতানা আক্তার। ৩-০ গোলের দাপুটে জয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করে বাংলাদেশ দল।
মেয়েদের এই সাফল্যে দারুণ উল্লসিত প্রবাসী বাংলাদেশীরা। ষ্টেডিয়াম থেকে বাংলাদেশ দলের টিম বাস যখন হোটেলের দিকে যাচ্ছিল তখন রাস্তের পাশে শত শত বাংলাদেশী দাঁড়িয়ে ছিল। হাত নেড়ে পুরো দলকে অভিবাদন জানিয়েছেন তারা। মেয়েরাও উচ্ছ্বাসের সাথে এই অভিবাদনের জবাব দিয়েছে।
এমনকি বাস যখন টিম হোটেলে পৌছায় সেখানেও ছিল শত শত প্রবাসী বাংলাদেশীর উপস্থিতি। বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে পুরো দলের বাস থেকে নামার সময়টা মুখরিত করে রাখেন তারা। প্রবাসীদের দারুণ আনন্দের উপলক্ষ এনে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।