ক্রীড়া প্রতিবেদক
ভিয়েতনামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ হারের পর শেষ ম্যাচ ঠিকই জিতেছে সিঙ্গাপুরের বিপক্ষে। জয়টাও বেশ বড়। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল জিতেছে ৪-১ ব্যবধানে।
এ ম্যাচে প্রথম গোলটি করেছেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম। ৭০ মিনিটে লিড এনে দেন তিনি। দুই মিনিট পর আল-আমিন ব্যবধান ২-০ করেন। ৮০ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোল করেন মহসিন এবং দুই মিনিট পর ৪-০ করেন মোরসালিন। ইনজুরি সময়ে সিঙ্গাপুর গোল করে ব্যবধান ৪-১ করে।
এই আসরে প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ২-০ ও ইয়েমেনের কাছে ১-০ গোলে হেরে চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। আনুষ্ঠানিকতার ম্যাচে বড় জয় নিয়েই মিশন শেষ করলো লাল-সবুজ জার্সিধারী যুবারা।
ফাহামিদুলের জাতীয় দলে অভিষেক হয়েছিল জুনে ঢাকায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে। তারপর সিঙ্গাপুরের বিপক্ষেও খেলেছেন তিনি। ভিয়েতনামে প্রথম ম্যাচ খেলেননি। দ্বিতীয় ম্যাচ খেললেও তার পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। উল্টো আরচরণগত কারণে সমালোচিত হয়েছিলেন।
এ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না ফাহামিদুল। বদলি হিসেবে নেমে দলকে লিড এনে দেন এই ইতালি প্রবাসী। ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকেও বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামিয়েছিলেন কোচ। আগের দুই ম্যাচে তিনি ভক্তদের আশা পূরণ করতে পারেননি।