ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশ দল। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। বাংলাদেশ দলের এই সাফল্যে জাতীয় ক্রিকেট দলকে বাফুফে সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ, সকল স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তাবৃন্দ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বাফুফে আশা করে এই জয়ের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম আরও বৃদ্ধি করবে।