ক্রীড়া প্রতিবেদক
বার্নার্ডো সিলভার গোলে ওয়েম্বলির সেমিফাইনালে চেলসিকে ১-০ ব্যবধানে পরাজিত করে এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৮৪ মিনিটে জয়সূচক গোলটি করেন পর্তুগীজ এই তারকা মিডফিল্ডার। পুরো ম্যাচে সিটির আধিপত্য খুব একটা দেখা যায়নি, চেলসিও বেশ কিছু সুযোগ নষ্ট করেছে। ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে সিলভার গোলে দলের জয় নিশ্চিত হবার আগ পর্যন্ত মোটেই স্বস্তিতে ছিল না সিটিজেনরা।
প্রিমিয়ার লিগ শেষ হতে আর মাত্র ছয় ম্যাচ বাকি আছে। এই মুহূর্তে আর্সেনালের থেকে এক পয়েন্ট পিছিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সিটি। এফএ কাপে এ নিয়ে ১৩ বারের মত ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে সিটি। গত বছর ওয়েম্বলিতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচটি ফিরে আসার সম্ভাবনাই বেশী। আরেক সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও কভেন্ট্রি।
ম্যাচের শুরুতেই পালমারের নিখুঁত পাসে জ্যাকসন গোলরক্ষক স্টিফান ওরতেগাকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি। বড় ম্যাচে এই ধরনের সুযোগ খুব কমই পাওয়া যায়। জ্যাকসনের এই মিস পরবর্তীতে চেলসিকে ভুগিয়েছে। সিটি রক্ষনভাগকে কাটিয়ে এনজো ফার্নান্দেজের পাস থেকেও জ্যাকসন কোন সুখবর দিতে পারেননি। তার শটটি পিছন থেকে ন্যাথান এ্যাকে ক্লিয়ার করেন।
বিরতির ঠিক পরপরই জ্যাকসনের একটি শট ওরতেগা রুখে দিলে আবারা হতাশ হতে হয় চেলসিকে। পরের আক্রমনেই জ্যাকসনের হেড কর্ণারের মাধ্যমে রক্ষা করেন ওরতেগা। শেষ পর্যন্ত ফিল ফোডেন চেলসির সার্বিয়ান গোলরক্ষক ডোয়ে পেট্রোভিচকে পরীক্ষায় ফেলেন। কিন্তু ফোডেনের শক্তিশালী শটের মত সমান ক্ষিপ্রতায় তা রুখে দেন পেট্রোভিচ। পালমারের ফ্রি-কিক জ্যাক গ্রিলিশের কনুইয়ে লেগে গতিরোধ হলে চেলসি পেনাল্টির আবেদন করলেও তা নাকচ হয়ে যায়। গ্রিলিশের পরিবর্তে নামা জেরেমি ডকু মাঠে নেমেই সুযোগ পেয়েছিলেন। কিন্তু পোস্টের কাছ থেকে তার শটটি রুখে দেন পেট্রোভিচ। ৮৪ মিনিটে শেষ পর্যন্ত সিলভার গোলের পিছনে ডকুর অবদান রয়েছেন। চেলসির গোল এরিয়ার মধ্যে প্রবেশ করে ডকু কেভিন ডি ব্রুইনার দিকে বল বাড়িয়ে দেন। ব্রুইনার লো ক্রসে সিলভা ক্লোজ ফিনিশিংয়ে সিটিকে জয় উপহার দেন।