ক্রীড়া প্রতিবেদক
রুদ্ধশ্বাস সুপার ওভারে হেরেই গেলো বাংলাদেশ। ১১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম বলেই চলে এসেছিল ৫ রান (নো-বলের সুবাদে)। কিন্তু পরের ৫ বলে ৪ রানের বেশি নিতে পারলো না। হারলো ১ রানে।মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে এই সুপার ওভারের লড়াই জিতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে মূল ম্যাচে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল মাত্র ৫ রান। পার্টটাইম অফস্পিনার সাইফ হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেই সাইফই দেখান ঝলক। একটি উইকেটসহ ইনিংসের শেষ ওভারে দেন মাত্র ৪ রান। ফলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। অব্যবহৃত মিরপুরের পাঁচ নম্বর উইকেটে খেলা হলেও স্পিনাররা যে পার্থক্য গড়বে বুঝতে বাকি ছিল না কোন দলের। ক্যারিবীয়দের স্পিন ফাঁদে ৯৬ রানে শুরুর ৪ উইকেট হারিয়ে বিপদেই পড়ে বাংলাদেশ। একে একে ফিরে যান সাইফ হাসান (৬), তাওহীদ হৃদয় (১২), নাজমুল শান্ত (১৫) ও মাহিদুল অঙ্কনরা (১৭)।
তবু ভরসা দিচ্ছিলেন সৌম্য সরকার। তিনি ৮৯ বল খেলে ৪৫ রান করে ক্যাচ দেন। তিন চার ও একটি ছক্কা মারেন। বাংলাদেশ ১০৩ রানে পঞ্চম ও ১২৮ রানে ষষ্ঠ উইকেট হারায়। সেখান থেকে দুইশ’ ছাড়ানো পুঁজি এনে দেন মিরাজ-নুরুল হাসান ও রিশাদ। এর মধ্যে ক্যামিও ইনিংস খেলা রিশাদ ১৪ বলে ৩৯ রান করেন। তিনটি করে চার ও ছক্কা মারেন তিনি। সোহান ২৪ বলে ২৩ রানের কার্যকরী ইনিংস খেলেন। দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি। নাসুম ১৪ রান যোগ করেন। মিরাজ ৫৮ বলে ৩২ রানের হার না মানা ইনিংস খেলেন।