সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো আমিরাত

ক্রীড়া প্রতিবেদক

ভারতের কাছে প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ার ধাক্কাটা ভালোভাবেই সামলে উঠল সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ওমানকে ৪২ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল তারা। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের বিশ্বরেকর্ড গড়া এক ইনিংসে ভর করে এই জয়ে সুপার ফোরে খেলার আশাও বাঁচিয়ে রাখল দলটি।

টানা দুই হারে টুর্নামেন্ট থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হলো ওমানের। অন্যদিকে, সুপার ফোরের টিকিট পেতে হলে বুধবার নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারাতেই হবে আমিরাতকে।

এদিন আমিরাতের জয়ের নায়ক ছিলেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ব্যাট হাতে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৩ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েন ৩১ বছর বয়সী এই ব্যাটার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই দলকে মজবুত ভিত গড়ে দেন শারাফু ও ওয়াসিম। দুজন মিলে ৬৬ বলে যোগ করেন ৮৮ রান। শারাফু ৩৮ বলে ৫১ রান করে ফিরলেও দলের ইনিংস লম্বা করেন ওয়াসিম। শেষ ওভারে আউট হওয়ার আগে ৫৪ বলে ৬৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক।

তাদের বিদায়ের পরও থেমে থাকেনি রান তোলার গতি। শেষ দিকে মাত্র ৮ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলেন হার্শিত কৌশিক। ১ চার ও ২ ছক্কায় তিনি অপরাজিত থাকেন। ওমানের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন শাহ ফয়সাল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান। আমিরাতের বোলারদের তোপে পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। অধিনায়ক জোতিন্দর সিং ১০ বলে ২০ রানের ইনিংসে কিছুটা আশা দেখালেও তা ছিল ক্ষণস্থায়ী। এরপর আর কেউই বলার মতো প্রতিরোধ গড়তে পারেননি। মিডল অর্ডারে আরিয়ান বিশ্ত ২৪ রান করতে ৩২ বল খেলে ফেলেন, যা দলের ওপর চাপ আরও বাড়ায়। শেষ পর্যন্ত ১৩০ রানেই গুটিয়ে যায় ওমানের ইনিংস।

স্বাগতিকদের পক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন জুনায়েদ সিদ্দিকি। ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় তিনি তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া হায়দার আলি ও মোহাম্মদ জাওয়াদউল্লাহ দুটি করে উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.