ক্রীড়া প্রতিবেদক
স্বাধীনতা কাপ ফুটবলে সি গ্রুপে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও একই ফলাফল হয়েছে। প্রথম ম্যাচে মোহামেডান ২-১ গোলে মুক্তিযোদ্ধার বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে সাইফ স্পোর্টিংও একই ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। সেনাবাহিনীর মেহেদী হাসান দুই দলের হয়েই গোল করেছেন। অর্থাৎ আত্নঘাতি গোলে ম্যাচ জিতেছে সাইফ স্পোর্টিং।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৪ মিনিটে গোলের দারুণ এক সুযোগ নষ্ট করে বাংলাদেশ সেনাবাহিনী। রঞ্জু সিকদার সাইফের গোলকিপার মিতুল হোসেনকে একা পেয়েও বল জালে জড়াতে পারেন নি।
গোলের সুযোগ পেয়েছিল সাইফ স্পোর্টিংও। নাসিরুল ইসলামের ক্রস থেকে হেড নিয়েছিলেন সাইফের উজবেকিস্তানের মিডফিল্ডার আসরোর গাফুরোভ। কিন্তু তা কাজে আসেনি।
প্রথমার্ধেই লিড নেয় সেনাবাহিনী। ডি বক্সের ভেতর রিয়াদুল হাসান রাফির হাতে বল লাগলে পেনাল্টি পায় সেনাবিহনী। ৪৩ মিনিটে স্পট কিক থেকে গোল করেন মেহেদী হাসান।
পেনাল্টি থেকেই আবার ম্যাচে সমতা আনে সাইফ স্পোর্টিং।
নাইজেরিয়ান এমফোনকে ডি বক্সের ভেতর ফেলে দেন সেনাবাহিনীর গোলকিপার জাফর সরদার। পেনাল্টির বাশি বাজান রেফারি। ৪৯ মিনিটে স্পট কিক থেকে গোল করে ম্যাচে সমতা আনেন নাইজেরিয়ান এমেকা ওগবগ।
৮১ মিনিটে আত্নঘাতি গোলে ম্যাচে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব। সাইফের নাসিরুল ইসলামের ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান সেনাবাহিনীর মেহেদী। আর এই ২-১ গোলের জয়ে ম্যাচ শেষ করে সাইফ স্পোর্টিং ক্লাব।