ক্রীড়া প্রতিবেদক
সেপ্টেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। দুই ম্যাচের এই সিরিজ আয়োজন করবে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নেপালের ফুটবল ফেডারেশন।
দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ৬ সেপ্টেম্বর, আর দ্বিতীয়টি ৯ সেপ্টেম্বর। ম্যাচ দুটি আয়োজন করা হবে ফিফা আন্তর্জাতিক প্রীতিম্যাচ উইন্ডোর সময়সূচি অনুযায়ী।
বাফুফে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ইউরোপের দলের বিপক্ষে খেলাতে চেয়েছিল। সেপ্টেম্বর উইন্ডোতে অধিকাংশ বিশ্বকাপ বাছাই এবং অন্য দেশগুলোর প্রতিপক্ষ আগেই নির্ধারিত হওয়ায় এশিয়ায় মনোনিবেশ করে বাফুফে।
বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ ঢাকায় ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের ফিফা র্যাংকিং ১৫৩। উঁচু সারির দলের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি সারবে ১৭৩ র্যাংকিংয়ে থাকা নেপাল ম্যাচ দিয়ে।