সেমিফাইনালে ভারতকে হারাতে দারুণ আত্নবিশ্বাসী বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে যেন তর সইছে না সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নিশিপে বাংলাদেশ দলের। সবারই এক কথা ভারতকে হারাতে হবে। গতমাসে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হারের প্রতিশোধ সেমিফাইনালেই নিতে চান ইমরান, মিরাজরা।

শ্রীলংকায় এবার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ছয় দলের মধ্যে সবচেয়ে দাপুটে দল বাংলাদেশই। শ্রীলংকা ও মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচে দশ গোল করেছে বাংলাদেশ। বিপরীতে হজম করেছে মাত্র এক গোল। গ্রুপের খেলা শেষ করার পর নিজেদের প্রস্তুত করতে পুরো চার দিন সময় পেয়েছে বাংলাদেশ দল। তাই ভারত মোকাবেলায় দল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন অধিনায়ক ইমরান খান।

মালদ্বীপের বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করেছেন মিরাজুল ইসলাম মিরাজ। নিজের উপর বিশ্বাস আছে এবার ভারতের বিপক্ষে ভালো কিছু করে দেখাতে পারবেন মিরাজ। বাংলাদেশ ও ভারতের সেমিফাইনাল ম্যাচ শুরু হবে আগামীকাল ১২ সেপ্টেম্বর বিকেল চারটায়।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.