সোসিয়েদাদকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সেলোনা

ক্রীড়া প্রতিবেদক

লামিন ইয়ামাল ও রাফিনহার গোলে রিয়াল সোসিয়েদাদকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। জিরোনাকে বার্সা এক পয়েন্টে পিছনে ফেলেছে। এই পরাজয়ে লা রিয়ালদের আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে। ষষ্ঠ স্থানে থাকা রিয়াল বেটিসের থেকে এখন তারা সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে।

ইতোমধ্যেই লা লিগা শিরোপা নিশ্চিত করা রিয়াল মাদ্রিদ রোববার তা উদযাপনও করেছে। জিরোনার কাছে এক সপ্তাহ আগে বার্সেলোনা ৪-২ গোলে পরাজিত হবার পরেই রিয়ালের শিরোপা নিশ্চিত হয়। গতকাল ম্যাচের ৪০ মিনিটে গোল করে বার্সেলোনাকে এগিয় দেন দলের সবচেয়ে উজ্জ্বল তারকা ইয়ামাল। স্টপেজ টাইমে রাফিনহা পেনাল্টি থেকে জয় নিশ্চিত করেন।

আগামী মৌসুমেও দলের দায়িত্ব ধরে রাখা জাভি তার বিদায়ের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। আরাউজোর স্থানে তিনি ইনিগো মার্টিনেজকে খেলিয়েছেন, তার সাথে মধ্যমাঠে আরো ছিলেন পেড্রি গনজালেজ। স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি তার স্বাভাবিক খেলা উপহার দিয়ে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে গেছেন। লা লিগার শীর্ষ গোলদাতা হিসেবে তার মৌসুম শেষ করার এখনো সুযোগ রয়েছে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.