ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন সৌদি আরবে অবস্থান করছে। প্রতিদিনের অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন জামালরা। আগামী ২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে লেবাননের সাথে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ফিলিস্তিন বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়তে চান ফুটবলাররা। ফিলিস্তিন সম্পর্কে সব ধারণা নিয়ে হেড কোচ হাবিয়ার ক্যাবরেরা কাজ শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্বনাথ ঘোষ। সিনিয়র জুনিয়র মিলে দলের মাঝে বোঝা পড়াও দারুন বলছেন তিনি।
বাংলাদেশ দলের সহকারি কোচ হাসান আল মামুন জানিয়েছেন দলের প্রত্যেক ফুটবলারই কার কি কাজ সে ধারণা পেয়ে গেছে। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে ১৭ মার্চ কুয়েত যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।