ক্রীড়া প্রতিবেদক
এ বছর ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেটের বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ দল। নিগার সুলতানারা আজ ৯ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে। টি-টোয়েন্টি ফরম্যাটে কমনওয়েলথ গেমেসে মেয়েদের ক্রিকেটের বাছাইপর্ব হচ্ছে মালয়েশিয়াতে। পাঁচ দলের বাছাইপর্ব হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ প্রতিটি দলই একে অন্যের সাথে খেলবে। পয়েন্ট টেবিলের সেরা দল বার্মিংহামে কমনওয়েথ গেমসে খেলার সুযোগ পাবে।
সাতটি দল আগেই বার্মিংহামের টিকিট পেয়েছে। ২০২১ সালের ১ এপ্রিল প্রকাশিত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সেরা সাত দল এই সুযোগ পেয়েছে। বাছাইপর্ব থেকে একটি দলসহ মোট আট দল নিয়ে হবে কমনওয়েলথ গেমেসে মেয়েদের ক্রিকেট।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮ উইকেটে ও কেনিয়াকে ৮০ রানে হারায়। আজ তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটিশ মেয়েরা। কিন্তু সুবিধে করতে পারেনি তারা। ১৭ ওভার ৩ বলে মাত্র ৭৭ রানে অলআউট হয় স্কটল্যান্ড। বাংলাদেশের সালমা খাতুন, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার ও সানজিদা আক্তার নিয়েছেন দু’টি করে উইকেট।
ছোট টার্গেটে পৌছাতে মোটেই কষ্ট করতে হয়নি বাংলাদেশকে। অবশ্য ইনিংসের প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন শামিমা সুলতানা। বাকি রান হেসে খেলেই স্কোরবোর্ডে জমা করেছেন মুরশিদা খাতুন ও ফারজানা হক। ১৫ ওভার ২ বলেই জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। ৫০ রান করে ম্যাচ সেরা হয়েছেন মুরশিদা খাতুন। এছাড়া ফারজানা হক করেন ২০ রান।
বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলবে আগামীকাল শ্রীলংকার বিপক্ষে। এই ম্যাচের জয়ী দলই কমনওয়েলথ গেমসে খেলার সুযোগ পাবে। বাংলাদেশের মতো শ্রীলংকাও তিনটি করে ম্যাচ জিতেছে।