ক্রীড়া প্রতিবেদক
স্বাধীনতা কাপ ফুটবলে সি গ্রুপের প্রথম ম্যাচে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লিড নিয়ে মোহামেডান প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে দু’দলই একটি করে গোল করেছে।
ম্যাচের ৪ মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিল মোহামেডান। কিন্তু কাজে লাগাতে পারেননি অনিক হোসেন। ১৮ মিনিটে জটলা থেকে সুযোগ তৈরী হয়েছিল মুক্তিযোদ্ধার। এরপর পরই আবার অনিকের সামনে সুযোগ আসলেও জালের ঠিকানা খুজে পাননি।
ম্যাচের ২৬ মিনিটে সেরা সুযোগটি নষ্ট করেছেন আমির খান বাপ্পী। শাহেদ মিয়া যে বলের যোগান দিয়েছিলেন তাতে একদম গোলমুখে থেকেও বলের সাথে পা কানেক্ট করাতে পারেন নি বাপ্পী।
৩৬ মিনিটে লিড নেয় মোহামেডান। জাফরের বাড়ানো বলে ঠান্ডা মাথায় মুক্তিযোদ্ধার জালে বল জড়ান মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। ম্যাচের ৪৮ মিনিটে দুই গোলে লিড নেয়ার সুযোগ হাতছাড়া করে মোহামেডান। জাফরের বাড়ানো বলে পা কানেক্ট করতে পারেন নি শাহেদ মিয়া। তবে দুই মিনিট পর সেই শাহেদই মোহামেডানের হয়ে ব্যবধান বাড়িয়েছেন। সুলেমান দিয়াবাতে একদম ফাকায় থাকা শাহেদের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন। আড়াআড়ি শটে গোল করেন শাহেদ।
৫৯ মিনিটে মোহামেডানের নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়। জাফর ইকবালের শটে বাঁধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। ৭০ মিনিটে এক গোল পরিশোধ করে মুক্তিযোদ্ধা কেসি। দুই জাপানিজের রসায়নে সফল হয় তারা। সোমা ওটাঞ্জের শট মোহামেডানের গোলকিপারের গায়ে লেগে বল উপরে উঠে গেলে সামনে গিয়ে হেডে গোল করেন আরেক জাপানিজ তেতসুয়াকি মিসাওয়া।
ব্যবধান কমিয়ে ম্যাচে সমতা আনতে উজ্জীবিত দেখা গেছে মুক্তিযোদ্ধাকে। বেশ কবার আক্রমণে গেছে তারা। কিন্তু আর জালের ঠিকানা খুজে পায়নি। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।