স্বাধীনতা কাপ দিয়ে আজ শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এবারের স্বাধীনতা কাপের ভেন্যু কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ। তাই স্বাধীনতা কাপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কমলাপুর স্টেডিয়ামে। তবে এই স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফের কারণে শঙ্কায় আছে দলগুলো। কারণ ইনজুরিতে পড়ার ভয় আছে ফুটবলারদের।
১৫ টি দল নিয়ে হচ্ছে এবারের আসর। প্রিমিয়ার লিগের ১২টি দলের সাথে যোগ হয়েছে সার্ভিসেস তিনটি দল বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে তিনটি দল। বাকি তিনটি গ্রুপে চারটি করে দল। আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা। এই ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় ম্যাচে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং বিমানবাহিনী।
প্রতি গ্রুপের সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে খেলবে। এরপর সেমিফাইনাল হওয়ার পর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। নতুন মৌসুমের জন্য এরই মধ্যে প্রতিটি দল তাদের দলবদল সম্পন্ন করেছে। স্বাধীনতা কাপ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। তাই এই স্বাধীনতা কাপে ভালো করে প্রিমিয়ার লিগের জন্য নিজেদের প্রস্তুত করতে চাইবে প্রতিটি দল। যদিও প্রিমিয়ার লিগের আগে ফেডারেশন কাপ অনুষ্ঠিত হবে। স্বাধীনতা কাপ শেষবার অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস।