ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে শ্রীলঙ্কা। শেষ দিকের নাটকীয়তা পেছনে ফেলে ৪ উইকেটে জিতেছে তারা। এই জয়ে সুপার ফোরের পথে অনেকটাই এগিয়ে গেল লঙ্কানরা। দুই ম্যাচে তাদের পয়েন্ট এখন চার।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে হংকংকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে ৪.৫ ওভারে আসে ৪১ রান। কিন্তু এই প্রতিরোধ ভাঙতেই তাদের রান তোলার গতি কমে যায়। পুরো ২০ ওভার খেলা হংকং মাত্র ৪ উইকেট হারিয়ে তুলে ১৪৯ রান। হাফসেঞ্চুরি হাঁকান নিজাকাত খান। তিনি ৩৮ বলে ৪ চার এবং ২ ছক্কায় ৫২ রানে অপরাজিত ছিলেন। ওপেনে নামা আনসাই রথ করেন ৪৮ রান। তিনি অবশ্য খেলেন ৪৬ বল।
হংকংয়ের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৬ রানেই শ্রীলঙ্কা হারায় কুশল মেন্ডিসের উইকেট। এরপর কামিল মিশরা ও পাথুম নিশাঙ্কা মিলে লঙ্কানদের সংগ্রহ পঞ্চাশ পার করেন। মিশরা ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। মিডল অর্ডারে তাকে ভালোই সঙ্গ দয়েছেন কুশাল পেরেরা।
এই দুজনে ৩৪ বলে যোগ করেন ৫৭ রান। নিশাঙ্কা ৪৪ বলে ৬৮ রান ও পেরেরা ১৬ বলে ২০ রান করে ফিরলে লঙ্কানরা রান তুলতে হাঁসফাঁস শুরু করে। যদিও শেষ পর্যন্ত ওয়ানিন্দু হাসারাঙ্গা ৯ বলে ২০ রানের ক্যামিও খেলে ৭ বল বাকি থাকতেই লঙ্কানদের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন।