ক্রীড়া প্রতিবেদক
বড় জয় দিয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকির সুপার লীগ পর্ব শুরু করেছে শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ৯-২ গোলের বড় ব্যবধানে এজাক্সকে হারিয়েছে মোহামেডান। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সুপার লিগ শুরু করে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচে অবশ্য শুরুতেই পিছিয়ে পড়ে মোহামেডান। ম্যাচের দুই মিনিটে শিমুল খানের গোলে লিড নেয় এজাক্স। গোল হজমের পরেই গা ঝাড়া দিয়ে ওঠে মোহামেডান। ১১ মিনিটে যার শুরুটা করেন ফিতফি বিন সারি।
তিন মিনিট পর দ্বীন ইসলামের গোলে ম্যাচে প্রথম লিড নেয় মোহামেডান। এরপর ২২, ২৭ ও ৩৯ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন ফয়জল বিন সারী। মোহামেডানের বাকি চারটি গোল করেন ফায়াজ, সৈকত, মেহেদী ও রাসেল মাহমুদ।