ক্রীড়া প্রতিবেদক
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বাংলাদেশের ব্যাটার তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে সিসিইউতে আছেন তিনি। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শুরুর আগে বুকে ব্যথা অনুভব করেন তামিম। এরপর বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয় তাকে।
হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, তামিমের দু’বার হার্ট অ্যাটাক হয়েছে। ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় তামিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময় মোহামেডানের অধিনায়ক হিসেবে টসও করেছেন তামিম। খেলা শুরুর আগে বুকে ব্যথা নিয়ে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তামিমকে। আজ দুপুর ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৯তম বোর্ড সভা ছিল। তামিমের অসুস্থতায় সভা স্থগিত করা হয়েছে।
তামিমের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং তার পরিবার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে আছেন তামিম। সংকটময় মুর্হূতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিকেএসপি এবং কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল টিমের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই সংকটময় পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সকল চিকিৎসক এবং বিশেষজ্ঞদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। সারা দেশের মানুষ যেভাবে উদ্বেগ প্রকাশ করেছে, তাতে এটা প্রমাণিত তারা তামিমকে কতটা ভালোবাসে এবং প্রশংসা করে। প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের সাথে যোগাযোগ করছে এবং তামিমের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট নিচ্ছে।’