হার দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ১২ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে আয়ারল্যান্ড। জবাবে ১০৩ রানের সূচনার পরও ম্যাচ হারে বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান করে স্বাগতিকরা। সিলেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। পেসার জাহানার আলমের বলে রানে হন আইরিশ ওপেনার এমি হান্টার(১০)।

দলীয় ৪৬ রানে আয়ারল্যান্ড শিবিরে দ্বিতীয় আঘাত হানেন অফ-স্পিনার জান্নাতুল ফেরদৌস। এরপর তৃতীয় উইকেটে ৬৪ বলে ১০৭ রানের জুটি গড়ে আয়ারল্যান্ডকে লড়াকু সংগ্রহের পথ তৈরি করে দেন অধিনায়ক গ্যাবি লুইস ও লিচ পল। লুইস ও পলের রেকর্ড জুটিতে ৫ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় আইরিশরা। বল হাতে বাংলাদেশের জাহানারা, ফারিহা, জান্নাতুল ও নাহিদা ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৭০ রানের টার্গেটে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার দিলারা আকতার ও সোবহানা মোস্তারি। ৭২ বলে ১০৩ রানের সূচনা করেন তারা। টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে এটিই সর্বোচ্চ রান বাংলাদেশের। ১২তম ওভারের শেষ বলে সোবাহানার আউটে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে ৪৬ রান করেন সোবহানা।

এরপর ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে লড়াই রাখেন শারমিন আকতার ও তাজ নেহার। চতুর্থ উইকেটে ২০ বলে ২৭ রান তোলেন তারা। ১৭তম ওভারের শেষ বলে সাজঘরে ফিরেন ১৪ বলে ১৯ রান করা তাজ। দলীয় ১৩৭ রানে তাজ যখন ফিরেন, তখন বাংলাদেশের জিততে ৪ উইকেট হাতে নিয়ে ১৮ বলে ৩৩ রান দরকার ছিলো। ১৮তম ওভারে ২টি চারে ১৫ রান পায় টাইগ্রেসরা। শেষ ওভারে ১৮ রানের দরকারে ১ উইকেটের বিনিময়ে মাত্র ৫ রান নিতে পারে স্বাগতিকরা। ৭ উইকেটে ১৫৭ রান তুলে ম্যাচ হারে বাংলাদেশ। একই ভেন্যুতে আগামী ৭ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দুই দল। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে নিগার সুলতানার দল।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.