ক্রীড়া প্রতিবেদক
জয় দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু করতে চেয়েছিল বসুন্ধরা কিংস। কুয়েতে সেই সম্ভাবনাও জাগিয়েছিল। তবে ম্যাচের শেষ দিকে খেই হারিয়ে ওমানের ক্লাব আল-সিবের কাছে ৩-২ গোল হেরেছে কিংস। এতে হার দিয়েই শুরু হলো চ্যালেঞ্জ লিগ।
জাতীয় ফুটবল দলের র্যাংকিংয়ে ওমান বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। ফুটবল-কাঠামো নানা সূচকে ওমান এগিয়ে থাকলেও বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস ভালোই লড়ছিল ওমানের ক্লাবের বিপক্ষে। দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ড রাকিব হোসেনের দুর্দান্ত গোলে লিডও পেয়েছিল। পরবর্তীতে রক্ষণের ভুলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় কিংসকে।
কুয়েতের আল সাবাহ স্টেডিয়ামে শুরুতেই লিড নেয়ায় দারুণ সুযোগ পেয়েছিল কিংস। তারা লিড নিতে না পারলেও ৭ মিনিটে ঠিকই লিড নেয় আল-সিব। গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠা বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে। কিংসকে সমতায় ফেরান রাফায়েল অগুস্ত।
বিরতির পর এবার লিড নেয় কিংস। ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে গোলটি করেন রাকিব হোসেন। তবে লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কিংস। ৬০ মিনিটে বক্সের মধ্যে থেকে শট নিয়ে আল-সিবকে সমতায় ফেরান জহির আল আঘবারি। আর শেষ দিকে রক্ষণভাগের দূর্বলতায় ৭৭ মিনিটে তাদের জয়সূচক গোলটি এনে দেন আব্দুল আজিজ আল মুকবালি। বাকি সময় চেষ্টা করেও আর গোল শোধ দিতে পারেনি কিংস। এতে প্রথম ম্যাচে ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কোচ মারিও গোমেজের শিষ্যদের।

