ক্রীড়া প্রতিবেদক
বার্মিংহাম, ইংলান্ড থেকে
যে কোন গেমসের সবচেয়ে দর্শকপ্রিয় হচ্ছে ট্র্যাক এন্ড ফিল্ড ইভেন্ট। আর সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে ১০০ মিটার স্প্রিন্ট। ইংল্যান্ডের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ট্র্যাক এন্ড ফিল্ড ইভেন্ট দেখতে দর্শকদের বিশাল লাইন। আলেকজান্ডার স্টেডিয়াম কানায় কানায় ভরপুর। দর্শকদের তালিতে মুখরিত পুরো স্টেডিয়াম। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে শ্যুটিং নেই। তাই বাংলাদেশের সব আশা ছিল ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমানকে নিয়ে।
যুক্তরাস্ট্রে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ খেলে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর। ১০০ মিটার স্প্রিন্টে সাত নাম্বার হিটে দৌড়েছেন ইমরানুর। তার সাথে ছিলেন আরও ছয় জন স্প্রিন্টার। শেষ পর্যন্ত আর পারেন নি ইমরানুর। হিটে তৃতীয় হয়ে বিদায় নিয়েছেন তিনি। ইমরানুর সময় নিয়েছেন ১০.৪৬ সেকেন্ড। তার সেরা টাইমিং হচ্ছে ১০.৩২ সেকেন্ড।
এই হিটে প্রথম হয়েছেন ঘানার বেঞ্জামিন। তিনি সময় নিয়েছেন ১০.১৯ সেকেন্ড। আর ওয়েলসের জেরেমিয়া ১০.৩৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় নিয়েছেন। এই দু’জন পরের রাউন্ডে কোয়ালিফাই করেছেন। ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল হবে আগামীকাল ৩ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে নয়টায়। আর বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায়।
এদিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে তিন নাম্বার হিটে সবার পেছনে থেকে দৌড় শেষ করেছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। তিন নাম্বার হিটে দৌড়ে সাত জনের মধ্যে সপ্তম হয়েছেন তিনি। সুমাইয়া সময় নিয়েছেন ১২.৪২ সেকেন্ড। ১১.০২ সেকেন্ড সময় নিয়ে এই হিটে প্রথম হয়েছেন ইংল্যান্ডের ডারিল নেইটা।