১১ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীকে আর্থিক সহায়তা প্রদান

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ক্রীড়া পরিষদে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ১১ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীকে ৮ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এক অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে  ক্রীড়াসেবীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব রেখা রানী বালোর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

চেক বিতরনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞ। তিনি দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা করে চলেছেন। করোনাকালেও তিনি অসহায় দুস্থ অসচ্ছল ক্রীড়াসেবীদের সহায়তা করতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ৩০ কোটি টাকা সীড মানি প্রদান করেছেন।’ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মোঃ মোশারফ হোসেন মোল্লাসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.