ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় দ্বিতীয় স্তরের ১২টি দলের অংশগ্রহণে আজ শুরু হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ ফুটবল ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে না থাকলেও ভিআইপি বক্সে বসে বিসিএলের খেলা দেখেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে বাফুফের এলিট ফুটবল একাডেমি। ২-১ গোলে তারা হারিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের হয়ে মিরাজুল ২১ ও ২৯ মিনিটে দুই গোল করেন। ৮৫ মিনিটে হেফাজ নোফেলের হয়ে এক গোল শোধ করেন।

এরপর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ফর্টিস ফুটবল ক্লাব ও গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। ম্যাচে কেউ জয় পায়নি। গোলশন্যভাবে শেষ হয় খেলা। দু’দল গোলের সুযোগ পেলেও জালের ঠিকানা খুঁজে পায়নি।