১৪ দেশের অংশগ্রহণে শুরু বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে আজ। টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, কানাডা, ভিয়েতনাম, উগান্ডা, জাপান, শ্রীলংকা, আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর ও ইউক্রেন মোট ১৪ টি দেশের ১৪০ জন খেলোয়াড় অংশ নিয়েছে। এর মধ্যে পুরুষ ১১২ জন ও নারী প্রতিযোগী ২৮ জন।

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবল ফেডারেশন এর সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী। এরকম আন্তর্জাতিক টুর্নামেন্ট বাংলাদেশের খেলোয়াড়দের মান বাড়াতে অনেক কাজে দেবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ।

ব্যাডমিন্টনের জনপ্রিয়তার কারণে বাংলাদেশে এই খেলার ভালো সম্ভাবনা দেখছেন ফুটবল ফেডারেশন এর সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী। গত পরশু শেষ হয়েছে বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ। সেখানে বাংলাদেশের শাটলাররা ভালো করতে না পারলেও এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশে ছেলেদের রেংকিং এ এক নম্বর খেলোয়াড় খন্দকার আব্দুস সোয়াদ।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.