২০২৬ বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে লিটন দাসকে নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অফ-স্পিনার মাহেদি হাসান।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, ‘ভারতে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন। তবে সহ-অধিনায়ক স্থায়ী নয়। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজেই দায়িত্ব পালন করবে মাহেদি।’

সংবাদ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অভিজ্ঞ এবং তরুণদের মিশ্রণে দল গড়া হয়েছে। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া পাঁচ জনের মধ্যে আছেন মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন এবং নাসুম আহমেদ। দলে ফিরিয়ে আনা হয়েছে ছয়জনকে। তবে নতুন কাউকে দলে নেওয়া হয়নি।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), মাহেদি হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.