ক্রীড়া প্রতিবেদক
আগামীকাল শুরু হচ্ছে বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা। শাহজালাল ইসলামী ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্স এই প্রতিযোগিতা চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টের বিস্তারিত জানাতে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দেশের ৩০ টি ক্লাব থেকে মোট ২১০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে বিজয় দিবস টেনিস প্রতিযোগিতায়। সিনিয়র ও জুনিয়র মিলিয়ে মোট আটটি ইভেন্টে হবে প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য আর্থিক পুরস্কারও থাকছে। পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত ও মহিলা দ্বৈত ইভেন্টে মোট তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকার প্রাইজমানি থাকছে। সংবাদ সম্মেলনে টেনিসের আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের সহ-সভাপতি আশরাফুজ্জামান খাঁন, টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সরকার, শাহজালাল ইসলামী ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দিন আহমেদ ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম।