২৬ মে শুরু বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক

আগামী ২৬ মে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর। টুর্নামেন্টের বিস্তারিত জানাতে অলিম্পিক এসোসিয়েশনের অডিটোরিয়ামে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১২ দেশের অংশগ্রহণে হবে এবারের আসর। স্বাগতিক বাংলাদেশ সহ টুর্নামেন্টে খেলবে পোল্যান্ড, কেনিয়া, উগান্ডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল ও শ্রীলঙ্কা।

এবারের টুর্নামেন্টের সাথে যুক্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কাবাডির উন্নয়নে পাশে থাকার কথা জানিয়েছেন মাশরাফি।

আগের তিন আসর ভলিবল স্টেডিয়ামে হলেও এবার টুর্নামেন্টের ভেন্যু মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। কাবাডির জন্য আলাদা কমপ্লেক্স করার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

কাবাডির উন্নয়নে দেশের বড় বড় ক্লাবগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ জুন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ সভাপতি হাফিজুর রহমান খান ও যুগ্মসম্পাদক-২ এসএম নেওয়াজ সোহাগ।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.